বছরের পর বছর ধরে চলছে গঙ্গা ভাঙন। যার ফলে লক্ষ লক্ষ লোক ভিটেমাটি থেকে শুরু করে চাষের জমি হারিয়েছে। আর এই ভাঙন প্রতিরোধের কাজ বন্ধ করেছে ফারাক্কা ব্যারেজ। বন্ধ হয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ। আর এই নিয়ে গণ অবস্থান করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল।
এখনো গঙ্গা ভাঙনে হাজার হাজার পরিবার দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে, তো কেউ মাথার উপর ত্রিপল টাঙিয়ে জীবন যাপন করে চলেছে। না আছে তাদের স্থায়ী সমাধান। না হচ্ছে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান। বারবার বিভিন্ন সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি এই ভাঙন নিয়ে আন্দোলন করে চলেছে। কিছুদিন আগে ভাঙন রোধ ও ফারাক্কা ব্যারেজের দুই পাশের ১২০ কিলোমিটার করে বাঁধ সংস্কারের দায়িত্ব নেওয়া সহ বিভিন্ন দাবিতে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে ডেপুটেশন দেয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু এখনো পর্যন্ত কোন দাবি না মানায়। ৮ সেপ্টেম্বর থেকে ১২ ই সেপ্টেম্বর গণ অবস্থান কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এরপরেও যদি কোন ধরনের সুরাহা না হয়, তাহলে আরও বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি।